ঢাকা,  শনিবার
০৪ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

লোহাগাড়ায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া সোয়াইবকে পিষে মারল ট্রাক

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ৩১ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া সোয়াইবকে পিষে মারল ট্রাক

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদরে  ট্রাক চাপায় মোহাম্মদ সোয়াইব (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াইব আধুনগর ইউনিয়নের বেপারি পাড়ার নাজিম উদ্দীনের ছেলে। সে চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল বলে জানা গেছে।

এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক তারেক। তার বাড়ি সাতকানিয়া উপজেলার গারাংগিয়া আলুঘাট এলাকায়। তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনার দিন দুপুরে উপজেলা সদরের লোহার দীঘির পাড় সংলগ্ন ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেল তেল ভরে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌছালে সিএনজি অটোরিকশাকে এভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে দুজন দুই দিকে ছিটকে পড়ে যায়।

এসময়ক কক্সবাজারমুখি একটি মালবাহী ট্রাক সোয়াইবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত তারেককে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলার বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান ও দোহাজারী হাইওয়ে থানা পুলিশের টিম।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিব রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেসেঞ্জার/রায়হান/তুষার