ছবি : মেসেঞ্জার
শৈত্য প্রবাহ অপেক্ষা করে জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী শহীদ মিনারে উপস্থিত হন। নতুন প্রজন্মের সাবেক ছাত্রদলের নেতারা ও প্রবীণ ছাত্রদল নেতারা সহ জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি বিভিন্ন নেতারা মিলন মেলা পরিণত হয়।
এ সময়ে তাঁরা বলেন, বিগত ১৫ বছর পর তারা মাইজদী শহীদ মিনারে জড়ো হতে পেরেছে। তারা বলেন, একটি রাজনৈতিক দল সকলের অধিকার কেড়ে নিয়েছিল। এ সময় শ্লেগান দেয় শিক্ষা শান্তি প্রগতি। আমরা শক্তি, আমরা বল জাতীয়তাবাদী ছাএদল। জিয়ার সৈনিক এক হোক লড়াই কর।
সদর,উপজেলা সলিমুল্লা হেলাল, শাহ আবদুল্লাহ আল বাকি সাবেক ছাএদল সভাপতি জাহাঙ্গীর আলম কালা, ওমর ফারুক টপি, নুরুল আমিন খান, সাবের হোসেন, আগর উদিন দুখু, আবু হাসান, নোমান অন্যদিকে প্রবীণ ছাএদল নেতা জেলা বিএনপি সভাপতি এ জেড গোলাম হায়দার বিএসসি,, সাধারণ সম্পাদক৷ এডভোাকেট আবদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর এক বিশাল র্যালী শহীদ মিনার থেকে প্রধান সড়কে প্রধান সড়ক প্রদক্ষিন করে এই সময় নেতাকর্মীদের দলীয় পতাকা তারেক জিয়ার সম্মিলিত খালেদা কোথায় তাদের নানা ধরনের স্লোগান সমৃদ্ধ দেখতে পাওয়া যায় শাহেদ বাবু সদর উপজেলা ছাএদল সভাপতি এর সভাপতিত্বে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেসেঞ্জার/মামুন/তারেক