ঢাকা,  শনিবার
০৪ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে আয়োজনে উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৫, ১ জানুয়ারি ২০২৫

চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে আয়োজনে উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ছবি: মেসেঞ্জার

রাঙ্গামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে  আয়োজনে উচ্ছ্বাস-আনন্দে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন। বুধবার (১ জানুয়ারি , ব্যাপ্টিস্ট চার্চ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা.প্রবীর খিয়াং। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা'র সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা  জিসান বিন মাজেদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড মনকে প্রসারিত করে। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, সৎ ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার গুণগুলো খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে অর্জন করা যায়।

তিনি আরো বলেন, বর্তমানে  তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশকে গুরুত্ব দেওয়ার ফলে এবং সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপের কারণে আমরাও বৈশ্বিক প্রেক্ষাপটে খেলাধুলায় অনেক ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছি।মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমা'র পরিচালনায়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী,সমাজসেবক নাদিম মুন্সি,গণমাধ্যম কর্মী, চার্চের মন্ডলী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন  ইভেন্টের পুরস্কার বিতরণ করা হয়। সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য অনুষ্ঠানের সভাপতি ও সাবেক জাতীয় ফুটবলার বিপ্লব মারমা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মেসেঞ্জার/রিপন/জেআরটি