ছবি: মেসেঞ্জার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিকরগাছায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে র্যালীপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আশফাকুজ্জামান খান রনি। এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা রাশিদুল মমিন সুজন, ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, যুগ্ম-আহবায়ক মোস্তাক হোসেন মোবারক অমি, কলেজ ছাত্রদলের আহবায়ক আল রেজা সাগর, সদস্য সচিব তানভির হোসেন চয়ন।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছাসদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল মাজিদ, বর্তমান সাধারন সম্পাদক আয়ুব হোসেন মেম্বার, সাবেক ছাত্রনেতা হাসিব আশরাফ তাজ, জাহিদ হাসান ব্যারিষ্টার, হাসানুর রহমান রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হুদাসহ উপজেলা, পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
মেসেঞ্জার/আলমগীর/জেআরটি