ছবি: সৌজন্য
যশোরের ঝিকরগাছায় সন্ত্রাসী হামলায় বিশিষ্ট ঠিকাদার ও মানবাধিকার কল্যান ট্রাষ্টের উপজেলা সভাপতি হুমায়ুন কবির মারাত্বক ভাবে জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বুধবার (০১ জানুয়ারী) সকাল ৯টার দিকে ঝিকরগাছা বাজারে। আহত হুমায়ুন কবির জানিয়েছেন, এদিন সকালে তিনি চুরিপট্টির মুখে নিজের ব্যবহৃত প্রাইভেট কার পার্কিং করে বাছবাজারের উদ্দেশে যায়।
এ সময় সিএনজি চালক কাজী মাহাবুবুর রহমান ওরফে কালা বাচ্চু সেখানে প্রাইভেটকার রাখা যাবেনা বলেই মারমূখি আচরন শুরু করে। হুমায়ুন কবির পাল্টা জবাব দিলে তার উপর আক্রমন শুরু করে। হুমায়ুন কবিরের মাথা, মুখোমন্ডল, বুক ও পিঠে কিলঘুষি ও লাথি মেওে মারাত্বক ভাবে আহত করে। খবর পেয়ে স্থানীয়রা কালা বাচ্চুকে গণধোলায় দিয়েছে বলে জানাগেছে।
উল্লেখিত ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে হুমায়ুন কবির জানিয়েছেন। উল্লেখ্য, যশোরের চিহ্নিত সন্ত্রাসী কাজী মাহবুবুর রহমান ওরফে কালা বাচ্চুকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ গত ২০১৫ সালের ২২ মে র্যাব-৬ ক্যাম্পের সদস্যরা ঝিকরগাছা উপজেলার কাউরিয়া এলাকার একটি ঘেরের ঘর থেকে আটক করেছিল।
কালা বাচ্চু ঝিকরগাছা পৌরসভাধীন কাউরিয়া এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে। সে দীর্ঘদিন ধরে যশোর শহরের ষষ্টিতলা পাড়ায় ভাড়া থেকে সন্ত্রাসী কার্যকলাজে জড়িয়ে ছিলেন বলে জানাগেছে।
মেসেঞ্জার/জেআরটি