ঢাকা,  রোববার
০৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে যাচ্ছেন লোহাগাড়ার সাকিব

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০১, ২ জানুয়ারি ২০২৫

সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে যাচ্ছেন লোহাগাড়ার সাকিব

ছবি : মেসেঞ্জার

আমাদের চারপাশের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে সাইবার সিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জিং খাতে নিজের প্রতিভা ও দক্ষতা নিয়ে কাজ করে যাচ্ছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদের তরুণ মোহাম্মদ সাকিব।

বাংলাদেশের অনেক ইউটিউবারের সাইবার সমস্যা সমাধান দিয়েছেন। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি দুর্নিবার আকর্ষণ ছিল সাকিবের। সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সমস্যাগুলো এবং সাইবার অপরাধের ঝুঁকি কমানোর প্রতি তার প্রবল আগ্রহ তাকে সাইবার সিকিউরিটির পথে নিয়ে আসে। মাত্র ২২ বছর বয়সেই তিনি এ ক্ষেত্রে বেশ দক্ষতা অর্জন করেছেন।

মোহাম্মদ সাকিব বর্তমানে সাইবার সিকিউরিটি ও সোশ্যাল মিডিয়া-সম্পর্কিত বিভিন্ন সেবার ওপর একটি এজেন্সি প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন। 

তার কাজের মাধ্যমে তিনি ইতোমধ্যেই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে সহায়তা করেছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাকিং, আইডি রিকভারি, এবং গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে তার সেবা অত্যন্ত প্রশংসিত হয়েছে।

ভবিষ্যৎ লক্ষ্য

সাকিব তার জ্ঞান ও অভিজ্ঞতাকে আরও উন্নত করে দেশকে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে নিরাপদ করে তোলার স্বপ্ন দেখেন। তার প্রতিষ্ঠিত এজেন্সি দেশের তরুণ প্রজন্মকে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন ও দক্ষ করে তুলবে বলে তিনি আশা করছেন।

মোহাম্মদ সাকিবের এই যাত্রা অনেকের জন্যই অনুপ্রেরণা হতে পারে। তরুণ প্রজন্ম যদি তার মতো স্বপ্ন দেখতে শেখে এবং তা বাস্তবায়নে কাজ করে, তবে বাংলাদেশ প্রযুক্তিগত উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে।

জানতে চাইলে মোহাম্মদ সাকিব বলেন, “সোশ্যাল মিডিয়ায় সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় মানুষ সচেতন নয়। আমি চাই, এই সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে চাই। সাইবার নিরাপত্তা সংক্রান্ত জ্ঞানকে সব সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। যেন তারা নিজেদের সুরক্ষা নিজেরা নিশ্চিত করতে পারে। 

মানুষের মাঝে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দিতে চাই কারণ প্রতিনিয়ত মানুষ নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে। বাংলাদেশের মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও সচেতনতা সম্পর্কিত জ্ঞান খুবই স্বল্প। দেশ ও দেশের বাইরের মানুষের সোশ্যাল মিডিয়ার সমস্যাগুলো অনলাইনের মাধ্যমে সমাধান করে দেই। 

মেসেঞ্জার/রায়হান/তারেক