ছবি : মেসেঞ্জার
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানাসহ ২টি শ্যালুচালিত ড্রেজার, প্রায় ২০০০ ফিট প্লাস্টিকের পাইপ ধ্বংস করেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসন।
বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুর আলম। ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, দৌলতপুর উপজেলা প্রশাসন বাচামারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বাচামারা বাজারের পশ্চিম পাশে নদীর তীর ভেঙ্গে অব অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকায় হাতেনাতে আটক বাঁচামারা গ্রামের মো. শামীমকে ড্রেজার পরিচালনা করায় তিন লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানায়, কিছু অসাধু লোক প্রভাব খাটিয়ে নদীতে যেখানে বালু আছে, সেখান থেকেই অবৈধভাবে উত্তোলন করছেন প্রভাবশালীরা। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে৷ নদীর পাড় ভেঙে যাচ্ছে এবং শ্যালো ইঞ্জিনের শব্দে পরিবেশের ক্ষতি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম বলেন, আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
মেসেঞ্জার/সামি/তারেক