ঢাকা,  রোববার
০৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বেনাপোলে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১২, ২ জানুয়ারি ২০২৫

বেনাপোলে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় পণ্য আটক

ছবি : মেসেঞ্জার

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, মদ, গাঁজা, শাড়ি, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল, মোবাইলের ডিসপ্লে, সিগারেট, বিভিন্ন প্রকার ওষুধ ও কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (১ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর বিজিবি এ তথ্য জানান।

বিজিবি জানান, বুধবার বেনাপোল বিওপি, রঘুনাথপুর বিওপি, পাঁচপীরতলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে একজন আসামীসহ ১৩ লাখ ১২ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, মদ, গাঁজা, শাড়ি, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল, মোবাইলের ডিসপ্লে, সিগারেট, বিভিন্ন প্রকার ওষুধ ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মেসেঞ্জার/জামাল/তারেক