ঢাকা,  রোববার
০৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

রংপুরে তারুণ্যের উৎসব ও ছাত্রদলের শোভাযাত্রা

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৫:৩০, ২ জানুয়ারি ২০২৫

রংপুরে তারুণ্যের উৎসব ও ছাত্রদলের শোভাযাত্রা

রংপুর ব্যুরো: বুধবার বিকেলে রংপুর মহানগরীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা- টিডিএম।

জাতীয়তাবাদি ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর মহানগরীতে বর্ণাঢ্য শোভাযাতা করেছে মহানগর ও জেলা ছাত্রদল।

বুধবার (১ জানুয়ারী) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন। নগরীর জীবন বীমা মোড়, প্রেসক্লাব, পায়রা চত্বর, নগর ভবন, টাউন হলে ঘুরে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বাদ্যযন্ত্রের তালে তালে শতশত নেতাকর্মী বাংলাদেশের পতাকা বহন করে শোভাযাত্রায়। এসময় তারা বিভিন্ন শ্লোগান দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে রংপুর জেলা স্কুল মাঠ থেকে জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নওয়াজ জোহার নেতৃত্বে আরেক শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এছাড়াও মহানগর ছাত্রদলও নগরীতে বের করে আনন্দ শোভাযাত্রা।


ছবির ক্যাপশন:
 

মেসেঞ্জার/তুষার