ঢাকা,  রোববার
০৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

‘মানুষের পাশে আমরা, যশোর’ এর মাসব্যাপি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৭, ২ জানুয়ারি ২০২৫

‘মানুষের পাশে আমরা, যশোর’ এর মাসব্যাপি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

ছবি: মেসেঞ্জার

সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের পাশে আমরা, যশোর’ এর উদ্যোগ মাসব্যাপি  শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার (১ জানুয়ারী) মাসব্যাপি শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। পরে তিনিসহ অতিথিরা অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সম্মানিত অতিথি  দৈনিক স্পন্দনের প্রধান ফটো সাংবাদিকমনিরুজ্জামান মুনির, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও দৈনিক বাংলার ভোর পত্রিকার সম্পাদক (এইচ আর)  আব্দুল ওহাব মুকুল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন "মানুষের পাশে আমরা, যশোর" এর প্রতিষ্ঠাতা সভাপতি আদ্রিব জামান বর্ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অনিক পারভেজ, দপ্তর সম্পাদক প্রেম সাহা, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, কোষাধ্যক্ষ নাশিতা নিশাত অর্থি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লামিয়া হোসেন, সদস্য সচিব সানজিদা আফরিন, সদস্য তাহমিদ আনজুম অংকুর, ফারহান সিদ্দিক, সিফাত, বিজয়, ফয়সাল, ফুহাদ, আপন, নাবিহা তাসনিম, তানিসা, বাধন, ইয়ামিন প্রমুখ।

মেসেঞ্জার/তুষার