ঢাকা,  রোববার
০৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, ফুলছড়ি থানা যুবদল নেতা গ্রেফতার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৮, ২ জানুয়ারি ২০২৫

বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, ফুলছড়ি থানা যুবদল নেতা গ্রেফতার

ছবি: মেসেঞ্জার

হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করায় ফুলছড়ি থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আকতার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক যুবনেতা মোহাম্মদ আকতার হোসেন (৪০) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চরপারুল ফুলছড়ি গ্রামের মো. মোগরোব আলীর ছেলে। তিনি ফুলছড়ি উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, যুবদলের নেতা মোহাম্মাদ আকতার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হোয়াটসঅ্যাপ ম্যাসেজ দিয়ে গত ৬ আগস্ট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আজ বুধবার বিকালে বিচারপতির গ্রামের বাড়ি ফুলছড়ির কালিরবাজারে গাবগাছি হাউজে গিয়ে ওই ছাত্রনেতা ম্যাসেজ এর ৫০ লাখ টাকার চাঁদা আনতে গেলে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত নেতাকে থানায় নিয়ে আসে। এর আগেও তিনি বিচারপতির বোনের দোকান অন্বয় ট্রেডার্স থেকে একগাড়ি রড সিমেন্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া যায়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান আজ বুধবার সন্ধ্যার দিকে বলেন, বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা যুবনেতা থানা হেফাজতে আছেন। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

এ প্রসঙ্গে ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু বলেন, "বিএনপি একটি শান্তির দল। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি। দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত সাপেক্ষে আক্তারুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।"

এ বিষয়ে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার (খুশি) সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন মন্তব্য পাওয়া যায়নি।

মেসেঞ্জার/শাকিল/তুষার