ছবি: মেসেঞ্জার
যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ভেটেনারি ওষুধ কোম্পানি ডমিনিন এর বিক্রয় প্রতিনিধি নূরুল হক (২৮) নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার বেনেয়ালি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নূরুল হক নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
স্বজনরা জানিয়েছেন, ঘটনার সময় নূরুল হক বেনাপোল থেকে মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। পথিমধ্যে বেনেয়ালি এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনায় নূরুল হক রাস্তার পাশে ছিটকে পড়েন । স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, নূরুল হককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। মৃত ঘোষণা করে মরদেহ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়।
মেসেঞ্জার/তুষার