ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম হাসিবুল ইসলাম (৪০)। তিনি বরিশালের বানারীপাড়া থানার ইপুহার এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে। বুধবার (১ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ফেরার পথে স্ত্রীসহ তিনি কিশোর গ্যাংয়ের কবলে পড়েন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘কেওয়ায় শ্বশুরবাড়িতে থাকতেন হাসিবুল ইসলাম। সেখানে ওষুধের ব্যবসা করতেন। বুধবার স্ত্রীকে নিয়ে ঢাকায় বেড়াতে যান।
রাত আড়াইটার দিকে স্ত্রীসহ বাসায় ফিরছিলেন। এ সময় বাড়ির পাশে রুবেল নামে একজনসহ তিন থেকে চারজন কিশোর তাদের গতিরোধ করে। এ সময় তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে হাসিবুলের স্ত্রীকে চড় মারলে তাদের মধ্যে মারামারি হয়।’
তিনি জানান, এ সময় রুবেলসহ ওই তিন-চারজন হাসিবুলকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসিবুলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। ওসি বলেন, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মেসেঞ্জার/তারেক