![তেঁতুলিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালন তেঁতুলিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালন](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/19-2501021105.jpg)
ছবি: মেসেঞ্জার
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার-এমন প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ জানুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বর হতে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ আল আমিন, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, প্রেস ক্লাবের আহবায়ক জাবেদুর রহমান জাবেদ, ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওবায়দুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
মুক্ত আড্ডায় কল্যাণ রাষ্ট্র নির্মাণ ও সমাজসেবা অধিদপ্তরের সেবাসমূহ নিয়ে আলোচনা করা হয়। পরে সাংগঠনিক ও সমাজসেবা কর্মকান্ডে তিনজনকে সম্মাননা হিসেবে পুরস্কৃত করা হয়।
মেসেঞ্জার/দোয়েল/তুষার