ঢাকা,  রোববার
০৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

রামগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, কম্বল ও নগদ টাকা বিতরণ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৩, ২ জানুয়ারি ২০২৫

রামগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, কম্বল ও নগদ টাকা বিতরণ

ছবি : মেসেঞ্জার

রামগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, কম্বল ও নগদ টাকা বিতরণ করেছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে রামগঞ্জ উপজেলার পানিয়ালা উচ্চ বিদ্যালয় মাঠে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি,-কম্বল ও নগদ টাকা বিতরণ করেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার ও সহকারি কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।

পানিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মোতালেব জুয়েলের সঞ্চালনায় ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে শতাধীক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে এ উপহারগুলো বিতরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন, পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, পানিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্তী চক্রবর্তী, রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. ফারুক হোসেন, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, খন্দকার আবুল হাশেম ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার মো. শাকিল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান প্রমূখ।

মেসেঞ্জার/জাকির/তুষার