ছবি : মেসেঞ্জার
বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজেনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নগরীর বেলর্স পার্ক থেকে ম্যারাথন শুরু করে রুপাতলীর জেলা সমাজসেবা কার্যালয়ে এসে শেষ হয়।
ম্যারাথন শেষে উন্মুক্ত এক আলোচনা সভায় জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ। সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, জেলা সমাজসেবা উপপরিচালক এ কে এম আখতারুজ্জামান মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি শহিদুল ইসলাম শাহেদ, সম্পাদক মো. শাহাদাতসহ বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ এর জুলাই কন্যারা।
মেসেঞ্জার/সাইদ/তুষার