ছবি : মেসেঞ্জার
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা কেএম আনোয়ারুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা। অন্যদের মধ্যে বক্তব্য দেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মওলানা হাবিবুর রহমান প্রমুখ।
মেসেঞ্জার/পবিত্র/তুষার