ঢাকা,  রোববার
০৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বেনাপোলে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫২, ২ জানুয়ারি ২০২৫

বেনাপোলে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

ছবি : মেসেঞ্জার

সারাদেশের ন্যায় যশোরের বেনাপোলে উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। র‌্যালি, আলোচনাসভা এবং সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপি সাজানো হয় বিভিন্ন কর্মসূচি।

এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল পৌর ছাত্রদলের পক্ষ থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন বেনাপোল পৌর ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ সাধারন সম্পাদক ইশতিয়াক শাওন ও ছাত্রদল নেতা তানজির মহসিন অংকন। র‌্যালিটি বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দান থেকে শুরু করে বেনাপোলের প্রধান প্রধান সড়ক এবং স্থলবন্দর এলাকা প্রদক্ষিন শেষে বেনাপোল বাজারের নুর শপিং কমপ্লেক্সে এসে শেষ হয়। সেখানে ছাত্র সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬ বছরের ইতিহাস তুলে ধরেন।

সমাবেশে পৌর ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের ভূমিকা অত্যান্ত গুরুত্ববহন করে। ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে সন্ত্রাস ও চাঁদাবাজের সঙ্গে জড়িতদের ছাত্রদলে স্থান হবে না। তৃণমূল থেকে কেন্দ্র সর্বত্র নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে।

র‌্যালি এবং সমাবেশে অন্যান্যদের মধ্যে ছিলেন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লাল্টু হোসেন ও রাজিবুল। বেনাপোল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আলিফ, বেনাপোল ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাইমুল ইসলাম, সম্পাদক-রিফাত হোসেন নিরব, ছাত্রদল নেতা মো. মিরাজ, মো. আরিফ, মো. সংগ্রাম, মো. শাকিল প্রমূখ।

মেসেঞ্জার/জামাল/তুষার