ঢাকা,  রোববার
০৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

আশুলিয়ায় নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)

প্রকাশিত: ২০:০৪, ২ জানুয়ারি ২০২৫

আশুলিয়ায় নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি : মেসেঞ্জার

ঢাকার আশুলিয়ায় নিখোঁজের ৫দিন পর কাদাযুক্ত ধানের জমি থেকে মাহামুদুর রহমান হৃদয় (১৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার কবিরপুর এলাকার বাংলাদেশ বেতারের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ২৮ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মাহামুদুর রহমান হৃদয় জামালপুরের ইসলামপুর থানাধীন কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকার হারুন মিয়ার বাড়িতে ভাড়া বাসায় মা-বাবার সাথে থাকতেন বলে জানা গেছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৮ ডিসেম্বর মাহামুদুর রহমান বাংলাদেশ বেতারের ভেতরে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হন। পরে তার আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার শিশুরা বাংলাদেশ বেতারের ভিতরে খেলতে গেলে কাদাযুক্ত অবস্থায় ধানের জমিতে একটি মরদেহ দেখতে পায়। বাচ্চারা চিৎকার করে আশপাশের মানুষকে ডেকে আনলে পরে তার মা তার মরদেহটি শনাক্ত করে। এ সময় স্থানীয়রা আশুলিয়া থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের মা বলেন, সকালে আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম, এসময় খবর আসে আমার ছেলে কাদার মধ্যে পড়ে আছে। এসে দেখি আমার ছেলের মরদেহ পড়ে আছে। এই বলেই ছেলের শোকে মূর্ছা যাচ্ছিলেন তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গত শনিবার সকালে বাসা থেকে বের হয়ে যায় হৃদয়। আজ স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করে কাদা মাটিতে পুঁতে রাখা হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মেসেঞ্জার/নোমান/তুষার