ছবি : মেসেঞ্জার
চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমির উপরিস্তর (টপ সয়েল) কাটার অপরাধে মো. রাব্বি (৩৩) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের জেল ও তিনটি ড্রাম ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত দেড়টায় উপজেলার মোহাম্মদ তকিরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ রাতের আঁধারে টপসয়েল কেটে পাচার করছে একটি চক্র। চক্রটি উপজেলার মো. তকিরহাট এলাকায় আবারো জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত কৃষি আবাদযোগ্য জমির উপরিস্তর (টপ সয়েল) কাটার খবর পেয়ে জাহানপুরের আবু আহমদের জমি থেকে ২০ শতক জমি কাটায় অভিযানে মো. রাব্বি (৩৩) নামক এক ব্যক্তিকে জমি থেকে হাতেনাতে আটক করে প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত আরো জানায়, আটক ব্যক্তি অপরাধ স্বীকার করায় ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত ৩ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, একটি টপসয়েল তৈরি হতে অনেক বছর সময় লাগে, দুষ্কৃতকারীরা এটা কেটে নিচ্ছে। তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
মেসেঞ্জার/কামরুল/তুষার