ঢাকা,  রোববার
০৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

শিক্ষার মানোন্নয়নে কাজ করার আহবান : পটিয়ায় নবাগত ইউএনও

আবদুল হাকিম রানা, পটিয়া

প্রকাশিত: ২০:৪৮, ২ জানুয়ারি ২০২৫

শিক্ষার মানোন্নয়নে কাজ করার আহবান : পটিয়ায় নবাগত ইউএনও

ছবি : মেসেঞ্জার

পটিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহানুর রহমান এর সাথে পটিয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচছা বিনিময় করেছেন।

এ সময় ইউএনও প্রাথমিক শিক্ষা পরিবারের বিভিন্ন বিষয়ে খবরা খবর নিয়ে সকলকে শিক্ষার মানোন্নয়নে কাজ করার আহবান জানান। উক্ত মতবিনিময়ে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, সমগ্র বাংলাদেশে একমাত্র মহকুমা পটিয়া। যা এখনো জেলার মান পায়নি। এই পটিয়ার প্রাথমিক শিক্ষায় জাতীয় পর্যায়ে বিভিন্ন অবদান রেখে সমাদৃত হয়েছে। দেশখ্যাত পুথি সাহিত্যিক আবদুল করিম সাহিত্য বিশারদসহ অনেক গুণীজনের জন্মস্থান এই পটিয়া। ঐতিহাসিক এই পটিয়ার প্রাথমিক শিক্ষায় প্রয়োজনীয় সংস্কার করাসহ নানা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণের জন্য আহবান জানান সহকারী শিক্ষক নেতৃবৃন্দ।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ মনছুর আলম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বাবু বিশ্বনাথ সরকার, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি ইয়াছিন নুর, সহ-সভাপতি সিমকি রক্ষিত, সাংগঠনিক সম্পাদক বাবু মিহির কান্তি দে, যুগ্ন সম্পাদক শিশির কান্তি মিত্র, সুমন দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক অসীম চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদক জনাব ফয়েজুন্নেসা মিলি, অর্থ সম্পাদক আবদুর রহিম, দপ্তর সম্পাদক মোহাম্মদ মোরশেদুল আলম, সহ-দপ্তর সম্পাদক নাজমুন নাহার, সহ-আইন বিষয়ক সম্পাদক অপরেশ দাশ, সহ-মিডিয়া সস্পাদক সুভাষ দাশ, কাব স্কাউট সম্পাদক বাবু পল্লব দাশ, নির্বাহী সদস্য মিঠু ঘোষ, কানিজ ফাতেমা, জাহানারা বেগম, উপদেষ্টা বিষ্ণুপদ দাশ, সহকারী শিক্ষক ববি ঘোষ, কোহিনুর আকতার, নাসরিন আকতার, শফিউল হক উম্মে কুলছুম প্রমুখ।

মেসেঞ্জার/তুষার