ঢাকা,  রোববার
০৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পটিয়ায় থানামহিরা কৃষি সমবায় সমিতি লিঃ এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম 

প্রকাশিত: ২০:৫৭, ২ জানুয়ারি ২০২৫

পটিয়ায় থানামহিরা কৃষি সমবায় সমিতি লিঃ এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

পটিয়ার থানামহিরা কৃষি সমবায় সমিতি লিঃ এর অভিষেকে দায়িত্ব হস্তান্তর করার মুহূর্ত -টিডিএম।

চট্টগ্রামের পটিয়া থানা মহিরা কৃষি সমবায় সমিতি লিমিটেডের নব নির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদায়ী সভাপতি মফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. ফোরকান, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক জসিম উদ্দিন, সাংবাদিক আবদুল হাকিম রানা, সংগঠক বজলুর রশিদ শাওন। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সম্পাদক আবদুল মাবুদ, নব নির্বাচিত সভাপতি বজল আহমদ, মো. ঈসমাইল, একরাম উদ্দীন, আমিনুল হক, আবদুল হামিদ, ফরিদা বেগম প্রমূখ।

এতে বক্তারা বলেন, থানামহিরা এলাকায় কৃষি বিপ্লব ঘটানোর অবারিত সুযোগ রয়েছে। কিন্তু  লবণাক্ত পানি সব আশা ভেঙে চুরমার করে দিচ্ছে। তারা এ সমিতির মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়নে একযোগে কাজ করার অংগিকার ব্যক্ত করে বলেন, ধান উৎপাদনে বাংলাদেশের ব্যাপক সাফল্য ধরে রাখতে হবে। এজন্য এ এলাকায় তারা যাতে এক ইঞ্চি জমিও পরিত্যক্ত না থাকে সেজন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। তারা এ সমিতির শেয়ার হোল্ডারদের সমিতির কার্যক্রমের প্রতি আস্থাশীল থাকার আহবান জানান। এতে অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারি সহায়তা পেলে মহিরা সমবায় সমিতি লিমিটেড এ অঞ্চলে কৃষি বিপ্লব ঘটাতে সক্ষম হবে। পরে শেয়ার সার্টিফিকেট বিতরণ করেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুনিজনদের সম্মাননা প্রদান করা হয়।

মেসেঞ্জার/রানা/তুষার