ছবি : মেসেঞ্জার
কুড়িগ্রামের চিলমারীতে ঢুষমারা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের বক্তবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান।
গ্রেপ্তার যুবকের নাম রবিউল মিয়া (২৩)। তিনি ঢুষমারা থানা এলাকার অষ্টমীর চর ইউনিয়নের গোয়ালেপাড়া গ্রামের জাবেদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বক্তবাজার এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার সাথে থাকা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আসামীকে থানা হেফাজতে নেয়া হয়েছে৷
ওসি মুশাহেদ খান জানান, ইয়াবাসহ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শুক্রবার (৩ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করা হবে।
মেসেঞ্জার/রাফি/তুষার