ঢাকা,  রোববার
০৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

গঠনমূলক সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দিবেন: নাজমুল মোস্তফা আমিন

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২৩:৫৩, ২ জানুয়ারি ২০২৫

গঠনমূলক সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দিবেন: নাজমুল মোস্তফা আমিন

ছবি : মেসেঞ্জার

লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, ভুলগুলো ধরিয়ে দিবেন, সুধরে নিবো। প্রশংসার চাইতে সমালোচনাকে পছন্দ করি। যেকোন ভালো কাজে আপনারা আমার সহযোগিতা পাবেন, আমার দলের কোন লোক অপরাধ করলে সেটিও তুলে ধরবেন। কোন অন্যায় কাজ করলে সেটিকে আমি প্রশ্রয় দিবোনা। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে লোহাগাড়া উপজেলা সদরের একটি রেস্টুরেন্টের হলরুমে লোহাগাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাজমুল মোস্তফা আমিন বলেন, বিগত সরকারের আমলে সাংবাদিকরা নিয়ন্ত্রণে ছিলো। গণভবন থেকে শেখ হাসিনা সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতেন। এখন সেটি পাল্টে গেছে। সে নিয়ন্ত্রণ এখন আর কেউ কেয়ামত পর্যন্ত নিতে পারবেন না। এখন থেকে স্বাধীনভাবে কাজ করবেন। ভালেো কাজে সবসময় আমার সহযোগিতা থাকবে। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সকল সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি।  

লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় মতবিনিময় সভায় দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হাসেম, লোহাগাড়া উপজেলা যুবদলের আহবায়ক শব্বির আহমদসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/রায়হান/এসকে/ইএইচএম