ঢাকা,  রোববার
০৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পটিয়ায় গফুর হালীর ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণানুষ্ঠান

পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:০৫, ৩ জানুয়ারি ২০২৫

পটিয়ায় গফুর হালীর ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণানুষ্ঠান

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আঞ্চলিক, মাইজভাণ্ডারী মরমি গানের কিংবদন্তী শিল্পী আবদুল গফুর হালীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে একাডেমির মিলনায়তনে ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণানুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আলোচনা, স্মৃতিচারণ এবং সংগীত সন্ধ্যা।

একাডেমির সদস্য শিবু মল্লিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী কল্যানী ঘোষ, গবেষক ও সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, সঙ্গীত শিল্পী শিমুল শীল, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের সভাপতি অধ্যাপক অজিত মিত্র, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, জাসাস দক্ষিণ জেলার সচিব নাসির উদ্দিন, কাতার প্রবাসী মহসিন কাজী, আবদুল গফুর হালী পরিবারের সদস্য মফিজুর রহমান, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির পটিয়া উপজেলা সমন্বয়ক সাইফুল ইসলাম সোহাইল, সঙ্গীত শিল্পী গীতা আচার্য।

প্রত্যয়ের নির্বাহী সদস্য এস এম হারুনর রশীদ এর সভাপতিত্বে শুরুতেই বক্তব্য রাখেন প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।

কল্যানী ঘোষ বলেন, আবদুল গফুর হালী আঞ্চলিক, মাইজভাণ্ডারী ও মরমি সংগীত স্রষ্টা। তিনি শুধু গান ও সুরের সৃষ্টি করেননি, করে গেছেন আধ্যাত্মিক চর্চাও। গুণী এ শিল্পীর সৃষ্টি আমাদের সবার কাছে তুলে ধরতে হবে।

সাংবাদিক ও গবেষক নাসির উদ্দিন হায়দার বলেন, গফুর হালী চট্টগ্রামের গান নিয়ে এতটাই কাজ করেছেন যে, চট্টগ্রামের গানের ভাণ্ডার কত ঋদ্ধ তিনি তা ইতিমধ্যেই প্রমাণ করে গেছেন। এমন গুণগ্রাহী মানুষ আমাদের বর্তমান সমাজে সচরাচর পাওয়া যায় না। তার মত বিরল প্রতিভার মানুষের কোন আদর-কদর আমাদের সমাজে নেই। সারাজীবন নিরীহ নিভৃতচারী প্রচারবিমুখ এই সাধক নিজেকে লুকিয়ে রেখেছেন।

অনুষ্ঠানে আবদুল গফুর হালীর রচিত সঙ্গীত পরিবেশন করেন কল্যাণী ঘোষ, শিমুল শীল, নাসির উদ্দিন হায়দার, গীতা আচার্য, ফেরদৌস হালী, আলাউদ্দিন কাওয়াল, সিফাত আমিরী, শিবু মল্লিক, মোহাম্মদ মহিউদ্দিন। দলীয় সংগীত পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির সদস্য ও শিক্ষার্থীরা।

মেসেঞ্জার/রানা/এসকে/ইএইচএম