ছবি: মেসেঞ্জার
মানিকগঞ্জের সিংগাইরে ভাসমান অসহায় দু:স্থ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.কামরুল হাসান সোহাগ । বৃহস্পতিবার (২ জানুয়ারি ) রাত ৮ টার দিকে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে সিংগাইর পৌরসভার বিভিন্ন এলাকার ভাসমান অসহায় ও দু:স্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগ জানান, তীব্র শীত ও শৈত্যপ্রবাহ চলছে এতে দরিদ্র ও অসহায় মানুষ শীতে কষ্ট করছে এই চিন্তা থেকে সিংগাইর বাজার ও বাসস্ট্যান্ডে এলাকা ভাসমান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মেসেঞ্জার/বাদল/জেআরটি