ঢাকা,  রোববার
০৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

আন্দোলনে আহত ছাত্রের পুনর্বাসনে মানবিক বিজিবি

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৯, ৩ জানুয়ারি ২০২৫

আন্দোলনে আহত ছাত্রের পুনর্বাসনে মানবিক বিজিবি

ছবি: মেসেঞ্জার

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতার হাত প্রসারিত করে এসেছে। এর প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতোমধ্যে বিজিবি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সদর দপ্তর বিজিবি কর্তৃক আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও সারা বাংলায় বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ রাঙামাটি সেক্টরের কমান্ডার আন্দোলনে আহত লংগদু সরকারি মডেল কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র আমান উল্লাহকে চিকিৎসা বাবদ নগদ পঞ্চাশ হাজার টাকা এবং বিকল্প কর্মসংস্থান হিসেবে আয় রোজগারের জন্য ১টি দোকানের চাবি প্রদান করেন।

উপকারভোগী আমান উল্লাহ চাবি বুঝে নিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আঘাতপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করেছি। এখন বিজিবি আমার চিকিৎসায় এগিয়ে এসেছে এবং পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছে। আমি ও আমার পরিবার বিজিবির এমন মানবিক সহায়তায় কৃতজ্ঞ।

এ সময় লংগদু থানা পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান-কারবারী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতা প্রদর্শন পূর্বক বিজিবি উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করে চলছে।

প্রসঙ্গত, আহত শিক্ষার্থী গত ৫ আগস্ট-২৪ এ চট্টগ্রামের কোতয়ালী থানার মোড়ে ছোড়া গুলিতে মাথা, শরীর ও চোখে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। বর্তমানে সে চোখে স্পষ্ট দেখতে পারেনা এবং মানবেতর জীবন যাপন করছে।

এদিকে একই দিনে স্থানীয় গরীব অসহায় শীতার্ত সাধারণ মানুষের মাঝে রাজনগর ৩৭ ব্যাটালিয়ন বিজিবির পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

মেসেঞ্জার/সাকিব/জেআরটি