ছবি: মেসেঞ্জার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় দৃষ্টিনন্দন ও নান্দনিক ডিজাইনে পুর্ব বাগমুয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি জুমার নামাজ শেষে এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এ্যাটর্নী জেনারেল এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন। উদ্বোধক ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
এ সময় পুর্ব বাগমুয়া জামে মসজিদের আহবায়ক খালেদ হোসাইন, ভাইস চেয়ারম্যান এম.এ কাসেম, হক হজ্ব কাফেলার স্বত্বাধিকারী আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারু, পদুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা হামিদুল হক, ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল ইসলাম সিকদার,মাস্টার মোস্তাক আহমদ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম.সাইফুল্লাহ চৌধুরী,সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আরিফ উল্যাহ চৌধুরী, সালাহ উদ্দিন হিরু,মাস্টার মিজানুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে মোনাজাত পরিচালনা করেন পদুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা হামিদুল হক।
মেসেঞ্জার/রায়হান/জেআরটি