ছবি: মেসেঞ্জার
ব্যাংকার্স ক্লাব,বগুড়ার উদ্যোগে এবং এসবিএসি ব্যাংক পিএলসি বগুড়ার সার্বিক সহযোগিতায় শুক্রবার বিকালে বগুড়াস্থ কালিতলায় অবস্থিত মতিঝিল অন্ধ হাফেজিয়া মাদ্রাসা, আবাসিক লিল্লাহ্ বোর্ডিং ও বহুমুখী এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উক্ত প্রতিষ্ঠানের ৬৫ জন হাফেজ এবং মাদ্রাসার ছাত্রকে কম্বল বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ব্যাংকার্স ক্লাব,বগুড়ার সভাপতি মনোজ কুমার হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব,বগুড়া দক্ষিণ জোনের জোনাল ব্যবস্থাপক ও ব্যাংকার্স ক্লাব,বগুড়ার সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহিনুর ইসলাম, সোনালি ব্যাংক বগুড়া দক্ষিণ এর ডিজিএম জনাব মোঃ জাহাঙ্গীর সিদ্দিকী রাকাব বগুড়া উওর এর জোনাল ব্যবস্থাপক মোঃ বেল্লাল হোসেন, এজিএম সাখাওয়াত হোসেন, রাকাব নওগাঁর জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন, জনতা ব্যাংক পিএলসির,জাকিয়া সুলতানা।
এছাড়াও উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংক পিএলসি বগুড়া শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুর রাজ্জাক,ব্যাংকার্স ক্লাব,বগুড়ার দপ্তর সম্পাদক জনাব দীপন কুমার নন্দী, মহিলা সম্পাদিকা আলেয়া ফেরদৌস, এজিএম মনজুরুল ইসলাম প্রমুখ ।
মেসেঞ্জার/আলমগীর/জেআরটি