ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ঝিকরগাছায় নবজাতক উদ্ধার

এম আলমগীর, ঝিকরগাছা

প্রকাশিত: ১৩:৪৬, ৪ জানুয়ারি ২০২৫

ঝিকরগাছায় নবজাতক উদ্ধার

ছবি : মেসেঞ্জার

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে একটি মসজিদের বারান্দা থেকে এক নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশু প্রশাসনের আইনি প্রোক্রিয়ার মাধ্যমে বর্তমানে কাউরিয়া মোড়লপাড়ার মফিজুর রহমানের স্ত্রী আন্না খাতুনের হেফাজতে রয়েছে।

জানাগেছে, কাউরিয়া বায়তুল মামুন জামে মসজিদের মোয়াজ্জিন ফজরের আজান দিতে গিয়ে রক্তমাখা অবস্থায় ওই নবজাকত শিশুটিকে দেখতে পায়। মোয়াজ্জিনের ডাক চিৎকারে প্রতিবেশি প্রবাসী মফিজুর রহমানের স্ত্রী আন্না খাতুন এসে শিশুটিকে উদ্ধার করেন।

খবর পেয়ে সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম ঘটনাস্থলে যান এবং আন্না খাতুনসহ শিশুটিকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। শিশুটি সুস্থ থাকায় ও আন্না খাতুন শিশুটির দায়িত্ব নিতে চাওয়ায় আইনি প্রোক্রিয়ায় মাধ্যমে তার হেফাজতে রাখা হয়েছে। বিকালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ঘটনাস্তল পরিদর্শনসহ শিশুটিকে দেখতে যান।

মেসেঞ্জার/তুষার