ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ঝিকরগাছায় কপোতাক্ষ ভাঙনে ঝুকিপূর্ণ সরকারি ৩ প্রতিষ্ঠান রক্ষায় পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

এম আলমগীর, ঝিকরগাছা

প্রকাশিত: ১৩:৫৭, ৪ জানুয়ারি ২০২৫

ঝিকরগাছায় কপোতাক্ষ ভাঙনে ঝুকিপূর্ণ সরকারি ৩ প্রতিষ্ঠান রক্ষায় পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

ছবি : মেসেঞ্জার

ঝিকরগাছায় কপোতাক্ষ নদের ভাঙনে ঝুকিপূর্ণ রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়, রঘুনাথনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডাকঘর রক্ষায় পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা।

জানা গেছে, কপোতাক্ষ নদ খননের সময় অপরপ্রান্তের মাছের ঘের বাঁচাতে বেজিয়াতলা-রঘুনাথনগর এলাকায় নদের স্রোতধারা পরিবর্তন হয়। ফলে বেজিয়াতলা ব্রীজের নিচ থেকে স্রোতধারা দিক পরিবর্তন হয়ে সরকারি ওই ৩ প্রতিষ্ঠানের দিকে ঘুরে যায়। ফলে চলতি বর্ষা মৌসুমে তীব্র ভাঙনে ইতোমধ্যে মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের অনেকাংশ নদগর্ভে চলে গেছে। তীব্র ঝুকিতে রয়েছে বিদ্যালয় দুটির মূল ভবন ও ডাকঘর ভবন।

সম্প্রতি স্থানীয় পত্রিকায় এ সংক্রান্ত বস্তুনিষ্ঠু সংবাদ প্রকাশ হলে প্রশাসনের দৃষ্টিতে আসে। যার প্রেক্ষিতে শুক্রবার বিকালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আসেন।

এসময় রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হাসানুল বান্না, গ্রামবাসী ও অভিভাবক নজরুল ইসলাম, কুরবান আলী, আব্দুল মান্নান, আলহাজ্ব রবিউল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, গ্রাম্য পোস্ট মাস্টারের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জেলা মিটিংয়ে জেলা প্রশাসক স্যার ও পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেন। দ্রুত সময়ের মধ্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী।

মেসেঞ্জার/তুষার