ছবি : মেসেঞ্জার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শীতার্ত দরিদ্র, অসহায় ও এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান খান। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে পৌরসভার নতুন বাজার এলাকার দারুস সালাম এতিমখানায় এতিমদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হবে।
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান খান বলেন, উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভায় বিতরণের জন্য প্রথম দফায় প্রায় ৭০০ কম্বল বিতরণ করা হবে। আরও কম্বল আসলে আমরা পর্যায়ক্রমে বিতরণ করবো।
মেসেঞ্জার/সুমন/তুষার