ঢাকা,  সোমবার
০৬ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ঈশ্বরদীতে রুপপুর বিদ্যুৎ প্রকল্পের গ্রীনসিটির চার তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর মৃত্যু

দেওয়ান সবুজ, ঈশ্বরদী (পাবনা)

প্রকাশিত: ১৫:২৫, ৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৪৮, ৪ জানুয়ারি ২০২৫

ঈশ্বরদীতে রুপপুর বিদ্যুৎ প্রকল্পের গ্রীনসিটির চার তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর মৃত্যু

ছবি : সংগৃহীত

ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক গ্রীনসিটির চারতলা বিল্ডিং এর জানালা থেকে লাফ দিয়ে এক রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টায় গ্রীনসিটির ৯ নাম্বার বিল্ডিং এর ৪২ নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত রাশিয়ান নাগরিক POSHTARUK KSENIIA (৪০) রুপপুর প্রকল্পের Smu-1 কোম্পানিতে কর্মরত ছিলেন।

এদিকে ঘটনার কিছু পরে গ্রীণসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সকালে গ্রীণসিটি এলাকা পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানার ওসি শহিদুল ইসলাম শহিদসহ রুপপুর ফাঁড়ির সদস্যরা।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, নিহত রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রীনসিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

মেসেঞ্জার/তুষার