ছবি : সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্ত:জেলা সিএনজি অটোরিক্সা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহষ্পতিবার (২ জানুয়ারি) আনোয়ারা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাউজান উপজেলার উরকির চর এলাকার মোহাম্মদ সিদ্দিকের পুত্র মো. আবুল কাশেম (৩২), হারপাড়া এলাকার মো. শফির পুত্র মোহাম্মদ করিম (৩৪), ভোলা জেলার লালমোহন থানার মো. ইদ্রিসের পুত্র মোহাম্মদ আব্বাস (৩০), আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মো. জসিমের পুত্র মোহাম্মদ জিসান (১৯)।
১ জানুয়ারি চাতরী চৌমুহনী বাজারের ভোজন বাড়ির সামনে থেকে একটি অটোরিক্স্রা চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মো. রিপন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি তদন্ত করতে গিয়ে এই চোর চক্রের সন্ধান পায় পুলিশ।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেনের নেতৃত্বে এসআই মোমেন কান্তি দে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে প্রথমে জিসানকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপর তিনজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে রাউজান উপজেলার কাশেম চোরাইকৃত অটোরিক্স্রাগুলোর চেচিস ও ইঞ্জিনের নাম্বার পরিবর্তন করে দিতেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, আনোয়ারায় বেশ কিছু সিএনজি অটোরিক্স্রা চুরির ঘটনা ঘটে। সম্প্রতি একটি সিএনজি অটোরিক্সা চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এই চোর চক্রের সন্ধান পাওয়া যায়। এরা সংঘবদ্ধভাবে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অটোরিক্স্রা চুরির সাথে জড়িত। গতকাল তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
মেসেঞ্জার/খালেদ/তুষার