ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

কালীগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

শাহজাহান আলী বিপাশ, ঝিনাইদহ

প্রকাশিত: ১৭:৪১, ৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৪১, ৪ জানুয়ারি ২০২৫

কালীগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ছবি : মেসেঞ্জার

ঝিনাইদহের কালীগঞ্জে কল্যাণ জনহিতৈষী স্বেচ্ছাসেবী সংস্থা কম্বল বিতরণ করেছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে কালীগঞ্জ উপজেলা নিয়ামতপুর ইউনিয়নের চাপরাইল বাজারে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এখান থেকে উপজেলার নিয়ামতপুর, রায়গ্রাম ও মালিয়াট ইউনিয়নের প্রায় চার শতাধিক শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কল্যাণ এর সভাপতি আশাদুল ইসলামের সভাপতিত্ব কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ব্যবসায়ী সমির কুমার দে, অবস্রপ্রাপ্ত প্রধান শিক্ষক ইছাহক আলী, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ইসমাইল হোসেন, শিক্ষক মুজিবার রহমার, অশোক ঘোষ, পলাশ মুখার্জি ও দেবরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন আবু বক্কর বিশ্বাস মকছেদ আলী কলেজের প্রভাষক মুছা করিম। কল্যাণ স্থানীয় স্নাতক উত্তীর্ণদের নিয়ে গঠিত একটি জনহিতৈষী স্বেচ্ছাসেবী সংস্থা।

মেসেঞ্জার/তুষার