ঢাকা,  মঙ্গলবার
০৭ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৪, ৪ জানুয়ারি ২০২৫

পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের একাংশ -টিডিএম।

চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা কেক কেটে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শুক্রবার দিবাগত রাতে (৪ জানুয়ারি) ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা কেক কাটেন এবং সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়ে দিবসটি পালন করেন।

এদিন রাত ১২টা ১ মিনিটে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইণ হসপিটাল এলাকায় এই  প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করে ছাত্রলীগ। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে  সাবেক ছাত্রনেতা ও কুসুমপুরা ইউনিয়ন পরিষদের মেম্বার খোরশেদ আলমের ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গ্রেপ্তারের ভয়ে আত্মগোপন চলে যাওয়ার পর পটিয়ায় ছাত্রলীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন করে।

মেসেঞ্জার/রানা/তুষার