ঢাকা,  মঙ্গলবার
০৭ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ আটক ৩

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩২, ৪ জানুয়ারি ২০২৫

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ আটক ৩

ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশের তথ্য সূত্রে জানা গেছে, চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টা থেকে শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ৩ জন আসামীকে আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ১টি এলজি অস্ত্র ও ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত আসামীরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভিং এলাকার রেদোয়ানুল হকের ছেলে এমরানুল হক শামীম (২৫), ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড সুয়াজনিয়া পাড়ার কামাল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৫) ও চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড পশ্চিম বাটাখালী এলাকার নুর আহমেদের ছেলে মোহাম্মদ আলমগীর (৩৬)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, আটককৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।

মেসেঞ্জার/হাফিজ/তুষার