ঢাকা,  মঙ্গলবার
০৭ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

কর্ণফুলীতে যুবলীগ নেতা নাজিম উদ্দিন হায়দার গ্রেফতার

কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯:০৭, ৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:০৮, ৪ জানুয়ারি ২০২৫

কর্ণফুলীতে যুবলীগ নেতা নাজিম উদ্দিন হায়দার গ্রেফতার

ছবি : মেসেঞ্জার

কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী থানা পুলিশের একটি দল উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেফতার নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। নাজিম উদ্দীন হায়দার শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গত ৪ আগস্ট নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার আন্দোলনে তার বিরুদ্ধে নাশকতা করার অভিযোগ রয়েছে।

ওসি জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। ছাত্র জনতার আন্দোলনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় আজ ডাঙারচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মেসেঞ্জার/তুষার