ছবি : মেসেঞ্জার
যশোরে নির্মাণাধীন ৩ তলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক ও চুলার আগুনে পড়ে দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) যশোর সদর উপজেলার শেখহাটি বাবলতলা ও মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের দোদাড়িয়া গ্রামে এ দুটি ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদরের কাশিমপুর ইউনিয়নের মিরাপুরের শামসুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (৩২) ও দোদাড়িয়া গ্রামের মিলন হোসেনের ছেলে রাজন (৭)।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শনিবার শেখহাটি বাবলাতলা এলাকার রতনের নির্মাণাধীন ৩ তলায় প্লাটাস্টারের কাজ করছিলেন ইসমাইল হোসেন। দুুপুর ১২টার দিকে অসাবধানবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। অন্যান্য শ্রমিকেরা ইসমাইলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একই দিন বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির ওঠানে খেলা করার সময় ধান সিদ্ধ করা চুলার মধ্যে পড়ে যায় শিশু রাজন। আগুনে তার শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়। তাকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজনের মা পারভীন খাতুন জানিয়েছেন, বাড়ির উঠানে বড় বড় চুলায় তারা ধান সিদ্ধ করছিলেন। পাশে রাজন খেলা করছিলো। অসাবধানবশত সে চুলার মধ্যে পড়ে যায়। ছেলেক হারিয়ে তিনি শোকে কাতর হয়ে পড়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শাকিরুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আগুনে দগ্ধ শিশু রাজনের মৃত্যু হয়। আর মাথা ও বুকে প্রচন্ড আঘাত লাগার কারণে নির্মাণ শ্রমিক ইসমাইলের মৃত্যু হয়েছে। ভর্তির সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিলো।
মেসেঞ্জার/বিল্লাল/তারেক