ছবি : মেসেঞ্জার
পর্যটন শহর শ্রীমঙ্গলের সৌন্দর্য রক্ষা এবং পর্যটক ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করে শহরের ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
পর্যটক ও পথচারীদের চলাচলের সুবিধার্থে শহরের স্টেশন রোড, মৌলভীবাজার রোড, ভানুগাছ রোড এবং হবিগঞ্জ রোডে অভিযান পরিচালনা করে ভাসমান দোকান ও বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারন করা হয়।
অভিযানকালে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড ও হবিগঞ্জ রোডে দুই ব্যবসায়ীকে অবৈধভাবে মালামাল রেখে ফুটপাত দখলের দায়ে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা প্রদান করেন।
অভিযানের বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, পর্যটন শহর শ্রীমঙ্গলকে যানজট মুক্ত রাখতে এবং পর্যটক, পথচারীসহ সকলের চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মেসেঞ্জার/কাজল/তারেক