ঢাকা,  মঙ্গলবার
০৭ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মানিকগঞ্জ কারাগারে এক হাজতির মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৪, ৫ জানুয়ারি ২০২৫

মানিকগঞ্জ কারাগারে এক হাজতির মৃত্যু

ছবি : মেসেঞ্জার

মানিকগঞ্জ কারাগারের এক হাজতি নিত্য সরকার নামের এক আসামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা গেছেন। নিত্য সরকার (৩০ অক্টোবর) হরিরামপুর থানার একটি নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে অন্তরীণ হন।

নিত্য সরকার হরিরামপুরের কালৈই গ্রামের জগদীশ সরকারের ছেলে। কারাগারের সুপার মো. হুমায়ুন কবীর খান জানান, হাজতি আসামি নিত্য সরকার (৩১ ডিসেম্বর) অসুস্থ হলে তাৎক্ষণিক কারা চিকিৎসকের পরামর্শে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। 

অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/সামি/তারেক