ছবি : মেসেঞ্জার
রাতে আধারে কক্সবাজার শহরের বদরমোকাম কস্তুরা ঘাট এলাকায় জমি দখলের অভিযোগ উঠেছে। শনিবার (৪ জানুয়ারি) মধ্যরাতে কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের বদরমোকাম কস্তুরা ঘাট এলাকায় এঘটনা ঘটে।
ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন, ২০১৩ সালে জায়গা ক্রয় করেন। সে থেকে তিনি ভোগ দখলে আছেন। হঠাৎ গত রাতে তিনটার দিকে ১০/১৫ জন এসে জায়গাটিতে ঘেরা-বেড়া দিচ্ছে। এই নিয়ে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। কক্সবাজার সদর থানায় খালেদা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা জায়,পক্ষান্তরে উপরোক্ত বিবাদী চিহ্নিত সন্ত্রাস, অবৈধ অস্ত্রধারী, জবর দখলকারী, পরধন লোভী ও আইন অমান্যকারী লোক হয় এবং অজ্ঞাতনামা বিবাদীগণ ১নং বিবাদী অবৈধ জমি দখলের প্রত্যক্ষ সহযোগী হয়।
নিম্ন তপশিলোক্ত জায়গা আমি ও আমার দেবর শরীফুল আলম চৌধুরী, পিতা- মৃত আব্দুল্লাহ চৌধুরী, সাং- মধ্য কাঞ্চনা, ডাকঘর: কাঞ্চনা-৪৩৮৬, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, মোবা: ০১৮২৪-৮৯৮৬৮৯ খরিদা ভোগ দখলীয়া জায়গা হয়। নিম্ন তপশিলোক্ত জায়গা ২৩/১২/২০১৩ ইং সাল থেকে শান্তিপূর্ণ ভোগ দখল করে আসতেছি।
এমতাবস্থায় জায়গা জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় উপরোক্ত বর্ণিত বিবাদী অন্যায় লোভে বশবর্তী হইয়া তাহার সন্ত্রাসী সহায়তায় আমাদের খরিদা ভোগ দখলীয় নিম্ন তপশিলোক্ত জায়গা অবৈধ ভাবে দখল করার বিভিন্ন অপচেষ্টা চালাতে থাকে।
তারই ধারাবাহিকতায় ঘটনার দিন ০৫/০১/২০২৫ ইং তারিখ দিবাগত রাত অনুমান ৩.০০ ঘটিকার সময় উপরোক্ত বিবাদী ও অজ্ঞাতনামা বিবাদীগণ পরস্পর মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া উদ্দেশ্য সাধনকল্পে বে-আইনী জনতাবদ্ধে ঘটনাজ্জল কক্সবাজার সদর মডেল থানাধীন কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের বদরমোকাম (কস্তুরা ঘাট) নিম্ন তপশিলোক্ত জায়গার চার পাশের ঘেরা-বেড়া ভাংচুর করিয়া ও কাটিয়া আমার আর্থিক ক্ষতিসাধন করত অনাধিকারে নিম্ন তপশিলোক্ত জায়গায় প্রবেশ করিয়া বিবাদী অজ্ঞাতনামা বিবাদীগণের সহায়তায় আমাদের দীর্ঘ দিনের ভোগ দখলীয় নিম্ন তপশিলোক্ত জায়গা ঘেরা-বেড়া দিয়ে অবৈধ ভাবে দখল করিয়া নেয়।
ঘটনার সংবাদ পেয়ে ২য় ঘটনার সময় ০৫/০১/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ৯.০০ ঘটিকার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়া উপরোক্ত বিবাদীকে বাধা দিলে উপরোক্ত বিবাদী ও তাহার সহযোগী অজ্ঞাতনামা ১০/১২ জন পরস্পর মারাতাক অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার আগাইয়া আসিলে উপস্থিত স্বাক্ষীগণ আমাকে উদ্ধার করে।
অতঃপর উপরোক্ত বিবাদী আমাকে প্রকাশ্যে হুমকি ও ভয়ভীতি প্রদান করে যে, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ বা মামলা মোকদ্দমা দায়ের করি তাহলে বিবাদী আমাকে মারধর করিবে, খুন করিবে, অপহরণ করিবে, গুম করিবে ইত্যাদি।
উপরোক্ত বর্ণিত বিবাদী জনবলে বলিয়া বিধায় তাহার সন্ত্রাসী বাহিনীদের সহায়তায় ঘটনার সময় আমার ভোগ দখলীয় নিম্ন তপশিলোক্ত জায়গা অবৈধ ভাবে দখল করিয়া নিয়াছে এবং তাতে আমি প্রতিবাদ করায় বিবাদী আমাকে প্রাণে হত্যার অপচেষ্টা চালিয়ে এহেন জঘন্য অপরাধ সংগঠিত করিয়াছে।
অভিযুক্ত এশাদুল ইসলাম জানান, এই গুলো রেজিস্টাট কোন জায়গা না এটি ১নং খাস খতিয়ানের জায়গা। এটি প্রশাসনের কাছে সুস্থ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান জায়গার মালিক।
মেসেঞ্জার/রাশেদুল/তারেক