ছবি : মেসেঞ্জার
শীতকালীন সবজিতে সয়লাব স্থানীয় কাচাঁ বাজার। সরাসরি ক্ষেত থেকে কিংবা স্থানীয় পাইকারি বাজারে শীতকালীন শাক-সবজি মিলছে গত কয়েক বছরের তুলনায় অর্ধেক দামে। এক দশকে এতো কম দামে বিক্রি হয়নি অধিকাংশ শাক-সবজি বলে জানান পাইকারি ব্যবসায়ীরা।
সরেজমিনে পঞ্চগড় কাচাঁ বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস ১০ টাকায়। বাধাকপি বিক্রি হচ্ছে ১০ টাকা পিস। সিমের দাম অর্ধেকের বেশি কমে বিক্রি হচ্ছে ১০-২০ টাকা কেজি দরে। প্রতিপিছ কুমড়া (১-২) কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। নতুন আলুর দাম কমে বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
তবে, পুরাতন আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। ওলকপি পাওয়া যাচ্ছে ২০ টাকা কেজি, টমেটো বিক্রি হচ্ছে ৩০ টাকা প্রতি কেজি দরে। এছাড়া, গাজর বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়, বেগুন চিকন লাল তীর বিক্রি হচ্ছে ১০ টাকা, কাঠালি বেগুন বিক্রি হচ্ছে ২০ টাকা প্রতি কেজি। শশা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩০ টাকায়।
এদিকে, সবজির সাথে সাথে কমেছে সব রকম শাকের দাম। লালশাক পাওয়া যাচ্ছে ২০ টাকায় ৩ আটি (প্রতি আটি ৭ টাকা)। পালনশাক বিক্রি হচ্ছে ৭ টাকা আটি দরে। লাপাশাক পাওয়া যাচ্ছে ১০ টাকা আটিতে।
এছাড়াও কমেছে পেয়াঁজ, রসুন, আদা ও কাচাঁ মরিচের দাম। পেয়াঁজের দাম কমে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজিতে। মরিচের দাম কমে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। আদার দামও প্রায় ৬০ টাকা কমে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। রসুন বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি।
পঞ্চগড় কাচাঁবাজারের খুচড়া সবজি বিক্রেতা আব্দুল মোতালেবের সাথে কথা হলে তিনি জানান, বাজারে পর্যাপ্ত পরিমাণে শাক-সবজি আসায় সব রকম শাক-সবজির দাম কম। চাহিদার তুলনায় অনেক বেশি পণ্যে থাকায় সবকিছুরই দাম কমেছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, সবজি বিক্রি করতে আসা কৃষক জুয়েল মিয়ার সাথে কথা হলে তিনি জানান, অন্যান্য বছরের তুলনায় ফলন ভালো হওয়ায় দাম কমেছে। বাজারে পাইকারিভাবে বিক্রি করতে এসে দেখছি সব কিছুর দাম কম। বাজারে চাহিদার চেয়ে বেশি পণ্যে আসায় কম দামেই বিক্রি করতে হচ্ছে অধিকাংশ পণ্যে। এতে আমাদের লাভ কিছুটা কম হলেও অন্যান্য পণ্যের দাম কমায় আমরা খুশি।
বাজার করতে আসা জয় হাসান নামের এক ক্রেতা সাথে কথা হলে তিনি জানান, বাজারে সব পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে। আগে বাজার করতে যা খরচ হতো এখন সেটি অর্ধেকে নেমেছে। তিনি আরো বলেন, নিয়মিত বাজার মনিটরিং করায় পণ্যের দাম এখন ধনী-গরিব সকলের সাধ্যের মধ্যে এসেছে। এখন অল্প টাকায় ব্যাগ ভর্তি বাজার করতে পারছি বলেও জানান তিনি।
মেসেঞ্জার/তারেক