ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

লোহাগাড়ায় চোরাইকৃত স্বর্ণ উদ্ধার, চোরচক্রের সদস্য আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৭, ৬ জানুয়ারি ২০২৫

লোহাগাড়ায় চোরাইকৃত স্বর্ণ উদ্ধার, চোরচক্রের সদস্য আটক

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের সুখছড়ি হোসেন সিকদার পাড়ায় চুরির ঘটনায় চোরচক্রে সদস্য নাহিদুর ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া দুটি স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।  

রোববার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত নাহিদ ওই এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আমিরাবাদ ও শিশু হাসপাতালের সামনে তাকে আটক করে।

জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হোসেন সিকদার পাড়ার বাসিন্দা জহির উদ্দিন তার আত্মীয় বাড়িতে দাওয়াত খেতে যান। পরে বিকালে বাড়িতে এসে দেখতে পান বাড়ির জানালা ভাঙ্গা দরজাও খোলা দেখতে পান। রুমে থাকা আলমিরা ভাঙ্গা ও খোলা । 

এসময় আলমিরাতে রক্ষিত ৬০ হাজার মূল্যের দুটি স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের হাতের আংটি ও নগদ ৭হাজার টাকা নিয়ে নিয়ে যায়। এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন বাড়ি মালিক জহির উদ্দিন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আটকের পর প্রথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ চুরির ঘটনা কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদ শেষে তার কাছ থেকে চুরি হওয়া দুটি স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।

বাকি গুলো বিক্রি করে দিয়েছে বলে স্বীকার করে। চুরির ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আসামী নাহিদকে রিমান্ড আবেদন করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

মেসেঞ্জার/রায়হান/তারেক