ঢাকা,  বৃহস্পতিবার
০৯ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক কর্মশালা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৩, ৬ জানুয়ারি ২০২৫

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক কর্মশালা

ছবি: মেসেঞ্জার

‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ এ শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণে 'তারুণ্যের ভাবনায়, আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই পৌরসভার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্যে দেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডেইজি, উপজেলা এলজিইডি প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম সাইফুল ইসলাম, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুল রহমান সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, ছাত্র প্রতিনিধি তানিম সরকার, মোস্তাক আহমেদ রাতুল প্রমুখ।

এ কর্মশালায় পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/রমি/তুষার