ছবি: মেসেঞ্জার
রাজশাহীতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির বার্ষিক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে শহরের উপকণ্ঠ পবা উপজেলার আশ্রয় ট্রেনিং সেন্টার মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আশার শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক। আশা রাজশাহীর এডুকেশন অফিসার সারাবান তহুরার সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন আশার রাজশাহী জেলার ম্যানেজার আব্দুল লতিফ। কর্মশালায় রাজশাহীর ৩১ জন শিক্ষা সুপারভাইজার অংশ নেন।
জেলার শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালায় প্রধান অতিথি সামিউল হক, আশার শিক্ষা কর্মসূচির গুণগতমান বৃদ্ধি এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আশা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ২০১১ সাল থেকে শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে। শিশু-২য় শ্রেণির ১২ হাজার ৭৫০টি শিক্ষাকেন্দ্র, শিশু-৫ম শ্রেণির ৩ হাজারটি শিক্ষাকেন্দ্র এবং ৬ষ্ঠ-৮ম শ্রেণির ৬৪টি পাঠদান কেন্দ্রের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় প্রায় ৬ লাখ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আসছে আশা শিক্ষা কর্মসূচি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা রাজশাহী ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম এবং দিনাজপুর ডিভিশনের সিনিয়র এডুকেশন অফিসার, আজাদুল হক।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার