ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বরিশালে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

বরিশাল ব্যুরো 

প্রকাশিত: ১৫:৫৪, ৬ জানুয়ারি ২০২৫

বরিশালে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

ছবি: মেসেঞ্জার

বিএনপি‍‍ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বরিশালের সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছে বিএনপি।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২ টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বরিশাল মহানগর বিএনপির নেতৃবৃন্দরা লিফলেট বিতরণ করেন।

এসময় বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ বরিশাল মহানগর বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দরা বলেন, গত ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মোরামতের ৩১ দফা উপস্থাপন করেন। এই দফাগুলো সাধারণ মানুষের কাছে পৌছে দিতে বরিশাল মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মানুষের কাছে পৌছে দিচ্ছে।

এসময় নগরীর সদর রোড, গীর্জা মহল্লাসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তারা।

মেসেঞ্জার/সাইদ/তুষার

আরো পড়ুন