ছবি: মেসেঞ্জার
মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় আবুল বাশার মোল্লা (৮৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল বাশার মোল্লা (৮৮) মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্য পাড়া এলাকার মৃত জলিল মোল্লার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসএম ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত বৃদ্ধ ছাড়াও মোটরসাইকেল চালক আহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী নেয়া হবে পরবর্তী আইনগত ব্যবস্থা। তবে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেসেঞ্জার/শুভ/তুষার