ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৮, ৬ জানুয়ারি ২০২৫

দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান

ছবি: মেসেঞ্জার

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোট দেওয়ার সুযোগ পায়নি। স্বৈরাচার আ'লীগ সরকার মানুষের ভোটের অধিকার কেঁড়ে নিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় পর মানুষ এবার ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিকে নির্বাচন করার আশা প্রকাশ করছেন। অতএব, কাল ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। কারন দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে রাজনৈতিক দল ও নির্বাচিত জনপ্রতিনিধিগণ।

রবিবার (৫ জানুয়ারি) বিএনপি ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা আগামী রাষ্ট্র বির্নিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ এবং জাতি যতবারই সংকটে পড়েছে ততবারই জিয়া পরিবার সংকট উত্তরণে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিগত ১৭ বছরে পতিত ফ্যাসিবাদে বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী মামলা-হামলা, খুন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিএনপির দীর্ঘ ত্যাগের পটভূমিতে জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে চারশত এর অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। কিন্তু বিএনপির এমন দীর্ঘ ত্যাগের পরেও কিছু ষড়যন্ত্রকারী বিএনপির বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে। আমি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান করছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হাজী রফিকুল আলম, লোকমান হাকিম মানিক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজম্মেল হক, সহ-সভাপতি মোহাম্মদ শফি, সাতকানিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইলিয়াস সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মেসেঞ্জার/তারেক/তুষার

আরো পড়ুন