ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫১, ৬ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ছবি : মেসেঞ্জার

টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার আইনশৃংখলা পরিস্থিতিসহ নানা বিষয় উঠে আসে মতবিনিময় সভায়।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নবাগত পুলিশ সুপার বলেন, মাদক সম্পূর্ণ নির্মূল করতে পারবো কি পারবো না সে বিষয়ে বলতে পারবো না। তবে মাদকগুলো কোন জায়গা থেকে আসছে কোথায় কিভাবে ছড়িয়ে পড়ছে সেই মূল জায়গাটা নিয়ে কাজ করতে চাই। এছাড়াও সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবো। মানুষকে মিথ্যা মামলা দিয়ে যেন হয়রানি না করা হয় সে বিষয়গুলো নিয়েও কাজ করবো। সর্বোপরি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ, আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ অন্যরা।

মেসেঞ্জার/মোস্তফা/তুষার

আরো পড়ুন